প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ১০:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৪, ১:০১ পি.এম
সংস্কৃতি মনা মানুষ কখনো অন্যায় করতে পারে না- জেলা প্রশাসক দেলোয়ার হোসেন।।
বিশেষ প্রতিবেদক।।
বরিশালের শিল্পকলা একাডেমির আগের কমিটি বাতিল ও নতুন কমিটি গঠন, প্রশিক্ষক নিয়োগসহ সাংস্কৃতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে বরিশালের সংস্কৃতিসেবী ও বিশিষ্টজনদের সাথে মতবিনিময় সভা করেছেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। এসময় তিনি বলেছেন- সংস্কৃতি মনা মানুষ কখনো অন্যায় করতে পারে না। তাই আমাদের সামাজিক দায়িত্ব হবে তারুণ্যকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে দেওয়া। আমরা যতবেশি এটা করতে পারবো ততবেশি সমাজ থেকে মাদক ও সন্ত্রাস মুক্ত হতে সহায়ক ভূমিকা পালন করবো। এ জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সৃজনশীল ও ইতিহাস ঐতিহ্যের আলোকে বিস্তৃত করার পরামর্শ দেন জেলা প্রশাসক।
১৩ নভেম্বর বিকাল পৌনে চারটায় বরিশালের জেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তিনি।
বরিশাল জেলা শিল্পকলা একাডেমী আয়োজিত এই মতবিনিময় সভায় সংস্কৃতিসেবী ও বিশিষ্টজনের মধ্যে প্রথমদিকের একাংশের চেয়ার দখল করে ছিলেন বিএনপিপন্থী আইনজীবী আলী হায়দার বাবুল. এ্যাড এস এম সরোয়ার হোসেন- এ্যাড আনিচুর রহমান- জাসাস নেতা এসএম তুহিন, জিয়া শিশু কিশোর সংগঠনের স্বাদসহ একাধিক নেতাকর্মী। অন্যপাশে প্রথমদিকের চেয়ারে ছিলেন প্রফেসর ইমামুল হাকিম- কথাসাহিত্যিক ও গবেষক সাইফুল ইসলাম বুলবুল, যন্রসংগীত শিল্পী ললিত সাহা- বিএনপির জাসাস নেতা মামুন ও শামীম। সভাকক্ষের শেষদিকে ছিলেন
সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন ও পাঠকপ্রিয় ম্যাগাজিন মুক্তবুলী সম্পাদক আযাদ আলাউদ্দীন।
তিনি বরিশাল সংস্কৃতি কেন্দ্র এর পরিচালক। ছিলেন
বরিশাল সাংস্কৃতিক সংসদ এর সভাপতি মো. আবদুল হাই, হেরাররশ্মি শিল্পীগোষ্ঠীর পরিচালক মাহাথির মহিউদ্দিন, শেকড় সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক কবি পথিক মোস্তফা, বরিশাল সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক আরিফ আহমেদ এবং শিল্পকলা একাডেমির নাট্য ও আবৃত্তি বিভাগের প্রশিক্ষক অনিমেষ সাহা লিটু। ছিলেন সাবেক ও বর্তমান সংগীত শিল্পীদের অনেকেই।
মতবিনিময় সভা তিনটায় শুরু হওয়ার কথা থাকলেও পৌনে চারটায় জেলা প্রশাসক এসেই নিজের বক্তব্য শুরু করেন। যে কারণে উপস্থিত অংশিজনদের পরিচয় পরিষ্কার হয়নি। তবে হাতেম আলী কলেজের দুজন শিক্ষার্থীসহ উপস্থিত বিশিষ্টজনের বেশিরভাগ অংশ মনে করেন যোগ্যতা ও মেধার মূল্যায়ন জরুরী। যে কারণে দলমত নির্বিশেষে সবাইকে সমান সুযোগ দিতে হবে জেলা শিল্পকলা একাডেমির কর্মকাণ্ডে। তবে কোনোভাবেই ফ্যাসিস্টদের পুনরায় ফিরে আসার সুযোগ তৈরি করা যাবেনা বলে সহমত পোষণ করেন আগত সংস্কৃতিসেবী ও বিশিষ্টজনেরা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২