
নিউজ ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা নিরসনে ম্যানুয়ালি কার্ড ইস্যু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, অনলাইনে আবেদন করা সাংবাদিকদের জন্য প্রক্রিয়া একই থাকবে, আর যারা অনলাইনে আবেদন করেননি তাদের আর আবেদন করতে হবে না। সাংবাদিকরা সরাসরি নির্বাচন ভবনে এসে কার্ড নিতে পারবেন।
এর আগে অনলাইনে আবেদন প্রক্রিয়া ‘ইউজার ফ্রেন্ডলি না’ হওয়ায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন দ্রুত সমাধানের আশ্বাস দেন। সাংবাদিক নেতাদের আলটিমেটামের পরই ইসি অনলাইনে কার্ড ইস্যুর সিদ্ধান্ত থেকে সরে আসে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮