অরবিন্দ দেব,শ্রীমঙ্গল প্রতিনিধি ।।
শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা-বাগান থেকে একটি পিট ভাইপার সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
শ্রীমঙ্গলে অবস্হিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডশনের পরিচালক স্বপন দেব সজল জানান, সোমবার দুপুরে ভাড়াউড়া চা বাগানের সহকারী ব্যবস্থাপকের বাংলোর ফুল বাগানের ফুল গাছে একটি পিট ভাইপার সাপ দেখে বাগানের মালী বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে সেলফোনে খবর দেয়।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডশনের পরিচালক সজল দেব ঘটনাস্থল থেকে অক্ষত অবস্থায় সাপটিকে উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউনন্ডশনে নিয়ে আসেন। বর্তমান সাপটি বন্যপ্রাণী সেবা ফাউনন্ডশনে রাখা হয়েছে।
সজল দেব জানান, আগামীকাল শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলে এবং তাদের উপস্থিতিতে লাউয়াছড়া বনে ছেড়ে দেয়া হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮