অরবিন্দ দেব, শ্রীমঙ্গল প্রতিনিধি ।।
শ্রীমঙ্গলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের খাঁচার মধ্যে একটি মেছো বাঘ বাচ্চা প্রসব করেছে। এ নিয়ে চতুর্থবারের মতো বাচ্চা দিল এটি। এবারের একটি সহ চার বারে ৬টি বাচ্চা দিয়েছে বাঘটি।
শুক্রবার ভোরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে মা মেছো বাঘ ও বাচ্চা বাঘদের নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক স্বপন দেব সজল বলেন, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে অজগর সাপ, লজ্জাবতী বানর, মায়া হরিণ, চিত্রা হরিণ, সোনালী বিড়াল, কালেম পাখি, বন মোরগসহ বিভিন্ন বন্যপ্রাণী স্বাভাবিক প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করে আসছে।
সজল দেব জানান, মেছো বাঘের বাচ্চাটি বড় হলে বন বিভাগের তত্ত্বাবধানে লাউয়াছড়া অথবা সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮