প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৯:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২৫, ৬:২৯ পি.এম
শ্রীপুরে যৌতুক ও নির্যাতন মামলা গ্রেপ্তার শ্বশুর- দেবর

এম এইচ হৃদয় খান, গাজীপুর
গাজীপুরের শ্রীপুরে পুত্রবধূর দায়ের করা যৌতুক ও নারী নির্যাতন মামলায় শ্বশুর ও দেবরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) রাত ৩টার দিকে মাওনা ইউনিয়নের নিজমাওনা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—মৃত আজমত আলীর সন্তান জানে আলম ও তার সন্তান রফিক।
মামলার তথ্য অনুযায়ী, সাত মাস আগে জানে আলমের সন্তান শফিকের সঙ্গে টাঙ্গাইলের শীলা খাতুনের বিয়ে হয়। বিয়েতে দুই লাখ টাকা, আসবাবপত্র ও চার লাখ টাকার স্বর্ণালঙ্কার যৌতুক হিসেবে দেওয়া হয়। এরপর পুনরায় যৌতুকের দাবিতে শীলার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়। গত ২৫ ফেব্রুয়ারি তাকে মারধর করে শ্বশুরবাড়িতে আটকে রাখা হয়। খবর পেয়ে তার ভাই পুলিশী সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
১৮ এপ্রিল শীলা আক্তার শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ঐ মামলায় অভিযুক্তরা হলেন—শফিক, তার বাবা জানে আলম, মা সুফিয়া ও ভাই রফিক।
স্থানীয়রা জানান, শফিক ও রফিক এলাকার চিহ্নিত মাদকসেবী ও খারাপ লোক হিসেবে পরিচিত। শফিকের আগের স্ত্রীরাও নির্যাতনের শিকার হয়ে আলাদা হয়েছেন।
শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানান, মামলার এজাহারভুক্ত দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২