মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার শ্রীপুর উপজেলার ৫নং দারিয়াপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সকল ধরনের কর্মসূচি পতিহত করার লক্ষ্যে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার বিকালে দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল আলম প্রদীপের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা রাজা, মাগুরা জেলা যুবদলের সদস্য মনিরুল ইসলাম মুক্ত, মোঃ সুজন শেখ, দারিয়াপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা মোঃ শাহজাহান শেখ, ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাজান আলী লিটন,
৪নং বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার বিশ্বাস, ৮নং বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শওকত শেখ বিএনপি নেতা রুহুল আমীন শেখ প্রমূখ।
এ উপলক্ষে দারিয়াপুর ইউনিয়নের কালীবাড়ি মোড় বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি মোটরসাইকেল র্যালী বের হয়ে ইউনিয়নের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড় হয়ে গুরুত্বপূর্ণ বাজার, গ্রাম ও রোড প্রদক্ষিণ শেষে গোয়ালদহ বাজারে গিয়ে এই কর্মসূচি শেষ হয়।
এ সময় রফিকুল আলম প্রদীপ আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগকে উদ্দেশ্য করে বলেন, দেশকে বিশৃঙ্খলার মধ্যে ফেলার চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। আগামীকাল ১৩ই নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রতিহত করতে দারিয়াপুর ইউনিয়ন বিএনপি সজাগ থাকবে বলেও জানান তিনি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮