এম এইচ হৃদয় খান গাজীপুর।।
গাজীপুরের শ্রীপুরে জমি দখলে নিতে দেশীয় অস্ত্রসহ নিয়ে যুবদল নেতার বিরুদ্ধে হামলা ও ভাংচুরের ঘটনার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই যুবদল নেতা ফাইজুল ইসলাম, সে গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক সদস্য। পারিবারিক বিরোধ ও জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ০৭ নভেম্বর উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরবর্তীতে ওই জমি নিয়ে বিরোধের ঘটনায় দুই বিএনপি নেতাকে জড়িয়ে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে।
ফাইজুল ইসলামের দায়েরকৃত মামলায় গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকার ও গাজীপুর জেলা শ্রমিকদলের আহবায়ক সদস্য শরিফুল ইসলাম সরকারসহ ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের ফাসানোর অভিযোগ উঠেছে।
সরেজমিনে অনুসন্ধানে জানা গেছে, ওই এলাকার কাজল মিয়া মীর সিরামিকস নামক কারখানায় জমি বিক্রি করেছেন। ওই জমি কারখানায় বুঝিয়ে দেয়ার পর হঠাৎ করে বিএনপির প্রভাব খাটিয়ে সংঘর্ষে জড়ায় ফাইজুল। কারখানা কর্তৃপক্ষ প্রাচীর নির্মাণ করার সময় দেশীয় অস্ত্রসহ নিয়ে ফাইজুলের নেতৃত্বে হামলা চালায় একদল সন্ত্রাসী।
প্রত্যক্ষদর্শীর মধ্যে আবুল হাশেম, বাবুল মিয়াসহ কয়েকজন জানান, ফাইজুলের হাতে পিস্তল দেখা গেছে, পিস্তল উঁচিয়ে গুলি ছোঁড়ার হুমকি দেয় কাজল ও তাঁর পরিবারের সদস্যদের। এসময় তাদের ঘরবাড়ি ছেড়ে দেয়ার হুমকি দেন, এবং ঘরবাড়ি ভাংচুর করেন। একপর্যায়ে ধারালো টিনের মাধ্যমে ফাইজুলের হাতে আঘাত পায়। আঘাতের ঘটনায় শ্রীপুর থানায় ফাইজুল বাদী হয়ে মামলা করেন। এঘটনাকে কেন্দ্র করে বিএনপির ওই নেতাকে হয়রানি করার ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী কাজল মিয়া জানান, ফাইজুলের অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে আমরা সিরামিকস কারখানায় জমি বিক্রি করে দিয়েছি। গত ০৫ আগষ্টের পর ফাইজুল ইসলাম আরো বেপরোয়া হয়ে উঠছে। জমি নিয়ে সংঘর্ষে জড়িয়ে আমাদের ঘরবাড়ি ভাংচুর ও মারধর করেছে। এ ঘটনায় আরিফ, শরিফ জড়িত ছিল কিনা! এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে আরিফ ও তার ভাই শরিফকে মামলার জড়ানো হয়েছে। তাদের সাথে আমাদের কোন বিরোধ নেই, তাছাড়া তারা হামলার ঘটনায় কোনোভাবেই জড়িত নয়।
এ বিষয়ে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকার বলেন, ফাইজুল এবং কাজল তাদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ, ওইখানে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, ওই ঘটনাকে কেন্দ্র করে শুনেছি ফাইজু আহত হয়েছে। এ ঘটনার দায় আমার ও ছোট ভাই শরীফের উপর চাপানোর চেষ্টা করছে। আমরা জড়িত নই, ছিলাম না। এছাড়াও এ ঘটনায় ফাইজুর হাতে একটা অবৈধ অস্ত্র ভিডিওতে দেখেছি, প্রমাণ আছে। প্রশাসনের কাছে অস্ত্র উদ্ধারের দাবি জানাই।
গাজীপুর জেলা শ্রমিকদলের আহ্বায়ক সদস্য শরিফুল ইসলাম সরকার বলেন, কাজলের সাথে জমি নিয়ে ফাইজুলের বিরোধে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কাজলের জমিতে দলবল, অস্ত্রসহ নিয়ে হামলা চালায়। ওই ঘটনাকে কেন্দ্র করে আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এ ব্যাপারে প্রশাসনের সু-দৃষ্টি ও সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮