প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৭:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২৫, ৭:৫০ পি.এম
শ্রীপুরে নিউ প্রেসক্রিপশন পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালের সংবাদ সম্মেলন

এম এইচ হৃদয় খান গাজীপুর
গাজীপুরের শ্রীপুরে নিউ প্রেসক্রিপশন পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালের বিরুদ্ধে চলমান চিকিৎসা সেবার মানহানির অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৬ মে) বিকেল পাঁচটায় গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা প্রশিকা মোড়ে হাসপাতাল ভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে হাসপাতালের কর্পোরেট ম্যানেজার নাজমুল হাসান বলেন, "গাইনী বিশেষজ্ঞ ডা. নূসুর আক্তার বিগত এক বছর ধরে আমাদের হাসপাতালে চেম্বার করে আসছিলেন। শুরুর দিকে রোগীসংখ্যা ভালো থাকলেও সাম্প্রতিক সময়ে তার রোগী উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এতে রোগীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন এবং একাধিক অভিযোগ আসে।
ডা. নূসুর আক্তার বিভিন্ন সময়ে গাজীপুর ও ঢাকার অন্য হাসপাতালে রোগীদের পরীক্ষা করাতে উৎসাহিত করতেন, যা অনেক রোগীর জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করত।রোগীদের ভোগান্তির বিষয়টি গুরুত্ব দিয়ে একাধিকবার আলোচনার চেষ্টা করলেও তিনি কোনো সদুত্তর দেননি।"
"আমরা তাকে সম্মানের সাথে চেম্বার বন্ধ রাখার অনুরোধ জানালে তিনি হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচার চালানো শুরু করেন। এটি সম্পূর্ণ ব্যক্তিস্বার্থে পরিচালিত একটি উদ্যোগ,"—বলেন কর্পোরেট ম্যানেজার।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অপপ্রচারের মাধ্যমে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে, যা অনভিপ্রেত ও দুঃখজনক। সংবাদ সম্মেলনে তারা সঠিক তথ্য তুলে ধরার পাশাপাশি অপপ্রচারের বিরুদ্ধে সামাজিক ও গণমাধ্যমে সচেতনতা সৃষ্টি করার আহ্বান জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২