প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ১:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ৬:০৬ পি.এম
শ্রীপুরে ওয়ারেন্টভুক্ত আসামি মিনু মৃধা গ্রেফতার

মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরা শ্রীপুরে ওয়ারেন্ট ভুক্ত ও নিয়মিত মামলার আসামি মিনু মৃধা (৩৮) কে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ।
মিনু মৃধা উপজেলার দারিয়াপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের ইয়াদ আলী মৃধার মেজ ছেলে।
এর আগেও অস্ত্র ও ইয়াবাসহ একাধিক মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন তিনি।
সোমবার সকালে মামলা নং-১৬৪/২৪ এর ওয়ারেন্ট এর আসামী এবং শ্রীপুর থানার মামলা নং-০৭, তারিখ-০৬/১২/২৫ এর এজাহার নামীয় আসামী মিনু মৃধাকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে শ্রীপুর অফিসার ইনচার্জ শাহিন মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানার একটি চৌকস টিম অভিযান চালিয়ে মিনু মৃধার নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।
তার বিরুদ্ধে ওয়ারেন্টসহ একাধিক মামলা রয়েছে।পরবর্তীতে সকল নিয়ম কানুন মেনে তাকে কোর্টে সফর্ধ করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২