প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১২:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৪, ৯:৫৪ এ.এম
শ্রমিকদের জীবন ও জীবীকার নিশ্চয়তা দেবে বিএনপি -শ্রমিক দলের কর্মী সভায় বক্তারা।।
বিশেষ প্রতিবেদক।।
বাংলাদেশের সব শ্রেনীপেশার ও শ্রমজীবী মানুষের নিরাপদ জীবন জীবীকার নিশ্চয়তা দেবে বিএনপি। আগামীর বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত, সন্ত্রাস ও সহিংসতা মুক্ত উৎপাদনমুখী একটি স্বনির্ভর বাংলাদেশ।
২ নভেম্বর বরিশালের অশ্বিনী কুমার টাউনহল মিলনায়তনে জাতীয়তাবাদী শ্রমিকদল আয়োজিত কর্মী সভায় বক্তারা আরো বলেন- যেকোনো পরিস্থিতিতে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন তা বাস্তবায়নের জন্য কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।
বরিশাল জেলা ও মহানগর শ্রমিকদলের উদ্যোগে আয়োজিত এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এবং প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার।
বরিশাল মহানগর শ্রমিকদলের আহ্বায়ক ফয়েজ আহম্মেদ খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক- জেলা আহ্বায়ক আবুল হোসেন খান ও দেওয়ান মোঃ শহীদুল্লাহ- শ্রমিকদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স ম জালালউদ্দিন- আন্তর্জাতিক সম্পাদক আসাদুজ্জামান বাবুল- মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার- জেলা সদস্য সচিব আবুল কালাম শাহিন- মিজানুর রহমান খান মুকুল- মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরীন সহ আরো অনেকে।
জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হক ফরাজী- সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও মহানগর শ্রমিকদলের সদস্য সচিব শফিকুল ইসলাম এর সঞ্চালনায় বরিশাল মহানগরসহ ১০ উপজেলা ও ৮৭ ইউনিয়নের নেতাকর্মীরা এতে অংশ গ্রহণ করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২