প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ২:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২৪, ৩:০৬ পি.এম
শেরপুরে জাতীয় পার্টির সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ এর ৫ম মৃত্যু বার্ষিকী পালন।।
সুলতান আহমেদ
শেরপুর জেলা।।
গত ১৪ ই জুলাই রবিবার বিকালে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ এর ৫ম মৃত্যু বার্ষিকী পালিত করেন শেরপুর সদর উপজেলা জাতীয় পার্টি ব্যানারে শহরের খরমপুর জাতীয় পার্টির কার্যালয়ে।
মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি শেরপুর সদর উপজেলা জাতীয় পার্টির আলহাজ্ব মোঃ মোখলেছুর রহমান চেয়ারম্যান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইলিয়াছ উদ্দিন সাবেক উপজেলা চেয়ারম্যান- বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য আবু সাঈদ খোকন- শেরপুর জেলা জাতীয় পার্টির সহ সভাপতি আলহাজ্ব মোঃ আতর আলী চেয়ারম্যান- জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহনেওয়াজ শাহীন- জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান মুরাদ। জেলা জাতীয় পার্টির কার্যালয়ে জেলা- উপজেলা ও শহর জাতীয় পার্টি সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন জাতীয় পার্টি শেরপুর সদর উপজেলার সাঃ সম্পাদক মোঃ তাজুল ইসলাম হেলাল। প্রধান বত্তা বলেন আমাকে নিয়ে বারবার ষড়যন্ত্র করা হয়েছে কিন্তু জাতীয় পার্টি আমাকে কোনদিন ছাড়েনি ইতিমধ্যে কেন্দ্রীয় কমিটির সাথে কথা হয়েছে আমাকে কাজ করতে বলেছেন সভাপতি হিসাবে তাই আমি আগেও সভাপতি ছিলাম এখনও সভাপতি আছি এবং আজও আপনাদের সাথে আছি আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। আগামী উপজেলা নির্বাচনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো এবং সুষ্ঠ নির্বাচন হবে আর জাতীয় পার্টির প্রার্থী জয় লাভ করবে আশা করি।
আজ আপনারা বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাঃ সম্পাদক আছেন এর বেশ কয়েকজন চেয়ারম্যান আছেন আমাদের এই অর্জন ব্যাথা যেতে পারে না।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২