তৌফিক আলম চৌধুরী,
শেয়ার ব্যবসায় ছিলোনা কোনো কাগজপত্র ছিলো শুধু বন্ধু দুজনের একের উপরে একের বিশ্বাস; বন্ধুত্ব উপরে বিশ্বাস রেখে ব্যবসা করতে গিয়ে লক্ষ টাকার ক্ষতি দিন যতো এগিয়ে যেতো পাওনাদার টাকা ততই বাড়তে থাকতো।
দুই বন্ধু মিলে ৩০ লক্ষ টাকার ব্যবসা করবে বলে হাতে হাত রেখে একে অন্যজনের প্রতি বিশ্বাস রেখে কোনো কাগজ পত্র ছাড়া একই সঙ্গে ব্যবসা শুরু করার জন্য একাগ্রতা প্রকাশ করলে
গরু বিক্রি,এনজিও থেকে লোন, সুদী ব্যবসায়ী থেকে ধার আত্বীয় স্বজন থেকে হলাত করে প্রায় ১৫ লক্ষ টাকার চেয়ে বেশি টাকা একত্রিত করে বটতলী রুস্তমহাট হাজী ইমাম শপিং সেন্টার একটি দোকানে শেয়ার ব্যবসা শুরু করেন আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড়ের মৃত আবদু ছালামের পুত্র শাহিনুল ইসলাম(২৮)
ও তার বন্ধু বারশত ইউনিয়নের আট মাঝির বাড়ী ছাবের(৩০) পিতা: আবদু রহমান
শাহিনুল ইসলাম তার বন্ধু কে ২০২৪ সালের নভেম্বর মাস কাপড় কিনতে রিয়াজুদ্দিন বাজারে পাঠালে তিনি সেই থেকেই পলাতক হয়ে যায়
ব্যবসা শুরুর কয়েকমাস পর থেকে ছাবের পলাতক হয়ে যায় ব্যবসা বন্ধ হয়ে পড়ে যায়
কয়েক মাস থেকে বছর যাবৎ খোজাখুজি করে ও তার সন্ধান এখনো পাওয়া যায়নাই এদিকে ধার দেওনার পরিমান বাড়তেই থাকে মাসের পর মাস শাহিনুলের কিন্তু তার আয়ের পথ বন্ধ হয়ে যায় তার বন্ধু খবর নিলে তার অনুসন্ধান ও তার পরিবার জানেনা এমন সংবাদ দিতো প্রতি বার।
১৫ লক্ষ টাকা থেকে যখন সুদের টাকা বাড়তেই থাকে শাহিন কোনো এনজিও বাড়ীতে আসলে তিনিও পালিয়ে যেতেন
এভাবে দিনের পরে দিন পাওনাদার বাড়ীতে আসলে ও তিনি কারো টাকা পরিশোধ করতে পারতো না এমনকি সুদের টাকা ও
এভাবে একের পর এক টেনশনে তিনি
নিজেই ও সহ্য করতে না পারে গত ০৬/০১/২৬ ই রোজ মঙ্গলবার দিবাগত ২ টার দিকে অসুস্থ অনুভব করলে থাকে দ্রুত চট্টগ্রাম ইন্টারন্যশনাল হাসপাতাল নিয়ে গেলে মৃত্যু ঘোষনা করেন।
তার এই তরুনের অকাল মৃত্যু তে এলাকায় শোক ভয়ে আনলে ও এনজিও আসে টাকা পরিশোধ জন্য কিন্তু তার ও পরিবার কারো নেই উক্ত টাকার পরিশোধ করার ক্ষমতা নেই।
শাহিনুল ছিলেন ৫ বোনের মধ্যে তিনিই সবার ছোট একমাত্র ভাই।
তার মা জানান ;
পাওনাদার যদি টাকার জন্য আসে আমাদের এমন কোনো জমাকৃত টাকা সম্পদ নেই যে তা বিক্রি করে টাকা পরিশোধ করব
ছেলে আগে দিনে আনতো আমরা দিনে খাইতাম এখন আমি নিজেই একা হয়ে পড়লাম কিভাবে নিজের খাবার যোগান দিবো তা আমি জানিনা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮