মো: আব্দুর রহিম শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের জাজিরায় তারেক রহমান প্রণীত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সরদার এ কে এম নাসির উদ্দীন কালু বলেন, শেখ হাসিনা কিন্তু একা পালায়নি, তিনি তার পুরা বংশ সহ পালিয়েছে, সেই লুণ্ঠন করা হাজার হাজার কোটি টাকা দিয়ে আজকে ভারতে মহা শুখে বিলাস বহুল জীবন যাপন করছে।
শনিবার (১৭ মে) সন্ধায় উপজেলার দক্ষিণ ডুবলদিয়া আব্দুর রাজ্জাক স্কুল এণ্ড কলেজ মাঠে এ কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, হাসিনা পালিয়ে গেলেও আপনাদের কিন্তু নেয়নি। আপনারা আজ হাবুডুবু খাচ্ছেন। আপনারা শরীয়তপুরের আ.লীগ যত শান্তিতে আছেন বাংলাদেশের কোন জেলায় আ.লীগ এত শান্তিতে নাই। আ.লীগের আর গনার সুযোগ হবে কিনা আমি জানিনা কিন্ত তার পরেও আপনাদের কেন ভুল ভাঙ্গেনা। যারা নেতা কর্মি রেখে দেশ ছেড়ে চলে যায় সেই নেত্রীর পিছনে কোনো আর লোকের যাওয়া উচিৎ না।
এ সময় জাজিরা উপজেলা বিএনপি আয়োজিত কর্মী সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান কিরন।
জাজিরা উপজেলা বিএনপির আহবায়ক মো. বজলুর রশিদ শিকদারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা দলের সাবেক সভাপতি রাজিয়া সুলতানা রাণী, জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল হক মোল্লা, শাহ আব্দুস সালাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, জেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ভিপি নাজমুল হক বাদল, জেলা মহিলা দলের সভাপতি আল আসমা-উল হুসনা, শরীয়তপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সামচুল হক ঢালী, জাজিরা উপজেলা বিএনপির সদস্য সচিব মাহবুব আলম টিটু আকন, জাজিরা পৌরসভা বিএনপির আহবায়ক কাজী নজরুল ইসলাম, জাজিরা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সুরুজ মাদবর, যুগ্ম আহবায়ক শিকদার মাহামুদ শাহীন ও জাজিরা পৌরসভা বিএনপির সদস্য সচিব কেএম কামরুজ্জামান মিলন।
অনুষ্ঠানে জাজিরা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. রুবেল আকনের সঞ্চালনায় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন থেকে বিএনপি এবং অঙ্গসংগঠনের প্রায় দশ হাজার নেতাকর্মী খন্ড খন্ড মিছিল নিয়ে কর্মী সম্মেলনে যোগদান করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮