শওকত আলম কক্সবাজার,
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় র্যাব-১৫ এর বিশেষ অভিযানে গ্রেনেড, অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ গ্রেফতার হয়েছে জেলার শীর্ষ সন্ত্রাসী মো. শফি ওরফে ‘শফি ডাকাত’। হত্যা, অস্ত্র, ডাকাতিসহ মোট ২১টি মামলার এ আসামিকে সোমবার রাত ১১টার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প-২৬ এর পাশের হাজীর প্রজেক্ট পাহাড়ের পাদদেশ থেকে আটক করা হয়।
র্যাব-১৫ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে গেলে র্যাবের উপস্থিতি টের পেয়ে শফি ও তার সহযোগীরা পালানোর চেষ্টা করে। র্যাব সদস্যরা ধাওয়া করে শফিকে আটক করলেও, তার সহযোগীরা শফিকে ছিনিয়ে নিতে ৪-৫ রাউন্ড গুলি চালায়। আত্মরক্ষায় র্যাবও ৩ রাউন্ড পাল্টা গুলি চালায়। পরবর্তীতে আটক শফির দেওয়া তথ্যের ভিত্তিতে গহীন পাহাড়ি আস্তানা থেকে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে:
১টি ওয়ান শুটার গান
২টি একনলা বন্দুক
১টি এলজি
১০টি এন্টি পারসোনাল মাইন
১০টি ডেটোনেটর
৫০টি তাজা রাইফেলের গুলি
৫৩টি খালি রাইফেল কার্তুজ
৬টি শর্ট গানের খালি কার্তুজ
৭৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস)
৩টি গ্রেনেড
গ্রেফতার শফি (২৮) টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া মুছনি রেজিস্টার্ড ক্যাম্প-২৬ এর বাসিন্দা। তার নামে রয়েছে ২টি হত্যা, ২টি ডাকাতির প্রস্তুতি, ৬টি অস্ত্র ও ৬টি মারামারিসহ মোট ২১টি মামলা। দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প ও পাহাড়ি অঞ্চলে ভয়ঙ্কর অস্ত্রধারী ডাকাত দলের নেতৃত্ব দিচ্ছিল সে। তার নেতৃত্বে স্থানীয় রোহিঙ্গা ও বাঙালিদের জিম্মি করে দখল-সন্ত্রাস চালানো হচ্ছিল।
আটক শফিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে টেকনাফ থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র্যাব-১৫।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮