অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার
নরসিংদীর শিবপুরে এক ছিনতাইকারী ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল আটক করেছে জনতা। সোমবার (২ জুন) বিকেলে ঢাকা -সিলেট মহাসড়কের ঘাশিরদিয়া এলাকায় ছিনতাইয়ের সময় আটক করে স্থানীয় জনতা। আটককৃত ছিনতাইকারীর নাম সুমন হোসেন। সে নারায়ণগঞ্জের রূপগন্জ উপজেলার মাওয়া এলাকার আবু তাহেরের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেসরকারি সংস্থা “আশা” এনজিওর কুন্দারপাড়া জোনাল ব্রাঞ্চের ম্যানেজার শাহজাহান কবির অফিস থেকে মোটরসাইকেল যোগে নরসিংদী যাওয়ার পথে ঘাশিরদিয়া এলাকায় পৌঁছোলে পিছন দিক থেকে মোটরসাইকেল নিয়ে তিন ছিনতাইকারী আক্রমন করে। এসময় শাহজাহান কবিরকে মারধর করলে ওনার ডাক চিতকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় সুমন হোসেন নামের এক ছিনতাইকারী ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল আটক করে ইটাখোলা হাইওয়ে থানার পুলিশের হাতে তুলে দেয়। এসময় অপর দুই ছিনতাইকারী পালিয়ে যায়। পরে ছিনতাইকারী সুমন হোসেনকে শিবপুর মডেল থানার পুলিশের নিকট হস্তান্তর করে হাইওয়ে পুলিশ।
হাইওয়ে থানার ওসি মনির হোসেন গণমাধ্যমকে জানান, জনতার হাতে ছিনতাইকারী আটক হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুমন হোসেন নামের একজন ছিনতাইকারী ও একটি মোটরসাইকেল আটক করে শিবপুর মডেল থানার পুলিশের হস্তান্তর করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮