অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদীর পলাশে মানসম্মত শিক্ষা বাস্তবায়নে শিক্ষকের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ঘোড়াশাল পৌরসভার অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন পাঁচদোনা স্যার কে- জি গুপ্ত স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট শিক্ষক হতে হবে। আজকের শিশু আগামী দিনের স্মার্ট নাগরিক। স্মার্ট বাংলাদেশে গড়তে শিক্ষকের এগিয়ে আসতে হবে।
যে জাতি যত বেশি শিক্ষিত হবে, সে জাতি তত বেশি উন্নত হবে। যে দেশে শিক্ষার হার যত বেশি, সেই দেশ অর্থনৈতিক ভাবে তত উন্নত। আওয়ামীলীগ সরকার দেশে প্রযুক্তিগত, কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছে।
আওয়ামীলীগ সরকারের সময় দেশে শিক্ষার হার বেড়েছে। দেশের গুনগত শিক্ষা মূল্যায়নে সরকার বিভিন্ন নির্দেশনা প্রদান করেছে । মেধাবীদের শিক্ষকতা পেশায় আসছেন। আওয়ামীলীগ সরকারের আমলে শিক্ষাঙ্গন দুর্নীতিমুক্ত গড়ে তুলতেছে। শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্হা করে দক্ষ শিক্ষক গড়ে তুলতে হবে। শিক্ষকদের দক্ষতা বাড়াতে আমাদের আরো কার্যকর ভূমিকা গ্রহন করতে হবে। শিক্ষক জাতির মেরুদন্ড। শিক্ষিত জাতি গঠন করতে পারলে দেশ উন্নত হবে।
আজ শনিবার পলাশের ঘোড়াশাল পৌর অডিটোরিয়ামে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো.মাসুম বিল্লাহ। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌরসভার মেয়র মো.আল মুজাহিদ হোসেন তুষার,পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ কামরুল ইসলাম গাজী, ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র মো. শরীফুল হক, পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, চর সিন্দুর ইউনিয়নের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন, প্রধান শিক্ষক আলী হোসেন, প্রধান শিক্ষক সোহরাব হোসেন, প্রধান শিক্ষক ররুন চন্দ্র দাস, প্রধান শিক্ষক আসাদুজ্জামান সিদ্দিকী নয়ন প্রমুখ।
পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মো. আনোয়ার হোসেন জানান, মতবিনিময় সভায় অংশ গ্রহণ করতে পেরে আমি আনন্দিত। শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ, বিনয় শিখাতে শিক্ষকদের ভূমিকা নিতে হবে। আনন্দময় ও শিক্ষাবান্ধব শিক্ষার্থী গড়ে তুলতে শিক্ষকদের প্রশিক্ষণ প্রাপ্ত ও দক্ষ হতে হবে ।
মত বিনিময় সভায় পলাশ উপজেলার স্কুল কলেজ, ও মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮