পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি:
৬৩তম মহান শিক্ষা দিবস উপলক্ষে বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে।
দুপুর ২টা ৩০ মিনিটে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সংসদের সভাপতি জহির রায়হান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন। সভার শুরুতে ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনসহ সকল গণআন্দোলনের শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনায় বক্তব্য রাখেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি ও সাবেক ছাত্র ইউনিয়ন নেতা কমরেড আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক কমরেড মোরশেদ আলম, ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি রমজান আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, বাষট্টির শিক্ষা আন্দোলনের আকাঙ্ক্ষা আজও প্রাসঙ্গিক। যুগে যুগে ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনই বৈষম্যহীন সমাজ গঠনের পথ প্রশস্ত করবে।
সমাবেশ থেকে সর্বজনীন, বৈষম্যহীন ও বিজ্ঞানভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন, সুসঙ্গ সরকারি মহাবিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন ও অনার্স কোর্স চালু, জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধসহ কয়েকটি দাবি উত্থাপন করা হয়।
সভা শেষে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্পণ করে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮