এম আবু হেনা সাগর
চট্টগ্রাম প্রতিনিধি।।
শিক্ষার্থীদের রং-তুলিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন পয়েন্টে দেয়ালে দেয়ালে নান্দনিক ক্যালিওগ্রাফি। এসব আল্পনাতে ফুটে উঠছে আন্দোলনে শিক্ষার্থীদের নতুন ইতিহাস। ১২ আগস্ট চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট- চাঁদগাও আবাসিক- সিএমবি রাস্তা মাথা- কাপ্তাই রাস্তার মাথা ও স্বাধীনতা কমপ্লেক্সসহ বিভিন্ন এলাকায় দেয়ালে দেয়ালে- বৈদ্যুতিক খুঁটিতে চমৎকার গ্রাফিতি চোখে পড়ে।
সরেজমিনে দেখা গেছে- অন্যায় আর থাকবে না, ঘুষ চাইলে মাইজ্জুম- স্বাধীনতা- রাষ্ট্র সংস্কার লাগবে- পানি লাগবে পানি,যদি মেধা শক্তি দেখাতে চাও তাহলে ২৪ এ ফিরে যাও,নতুন বাংলা"সহ হরেক রকমের স্লোগানে নানা শিল্পকর্মে রেঙে উঠে দেয়াল। শিক্ষার্থীদের রঙ তুলির আঁচড়ে করা ক্যালিওগ্রাফি-গ্রাফিতিতে চোখ আটকে যাচ্ছে নানা পেশার পথচারীদের। পড়ন্ত বিকেলে ছাত্র-ছাত্রীদের এক হাতে রঙয়ের কৌটো, অন্য হাতে তুলি। অপরিচ্ছন্ন প্রতিটি দেওয়াল কালো- সাদা- লাল- নিল- হলুদসহ নানা রঙে জল তুলির আঁচড়ে রাঙাচ্ছেন শিক্ষার্থীরা। অনেকে আবার দেখিয়ে দিচ্ছেন কোথায় কি রঙ, কোন ক্যালিওগ্রাফি করা হবে। সবার চোখেমুখে যেন বিজয়ের হাসি।
শিক্ষার্থী সূত্রে জানা যায়- দেওয়ালে এসব ক্যালিওগ্রাফি করতে টিম করে আসছেন বিভিন্ন কলেজ পড়ুয়া তরুণ শিক্ষার্থীরা। তাদের নিজস্ব অর্থায়নে হরেক রকমের রং কিনেও আনছেন গ্রাফি করতে।
ওমরগণি এমএইচ কলেজের শিক্ষার্থী সায়িদ আবিদুর রহমান জানান, নতুন একটা বাংলাদেশ পেয়েছি, আবার নতুন করে জাগ্রত করতে চাই। যার জন্য আমাদের এই আল্পনা আঁকা। নগরীর বিভিন্ন অলিগলিতে তিনদিন ধরে এই কার্যক্রম অব্যাহত রয়েছে। বৃষ্টির মধ্যও উপেক্ষা করে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। নতুন বাংলাদেশ পেয়েছি বলেই মনের আগ্রহ আর উৎসাহ উদ্দীপনাটি গ্রাফিতির মাধ্যমে প্রকাশ করছি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮