রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, শিক্ষাই বিশ^ তালামুক্ত করার চাবি। শিক্ষা ছাড়া মানুষ আর ভিত্তি ছাড়া ভবন সমান। অজ্ঞ মানুষ কখনো দেশ ও জাতির কাজে আসে না। তাই প্রত্যেককেই শিক্ষা গ্রহণ করে জ্ঞান অর্জন করতে হবে। রূপগঞ্জের ভুলতা স্কুল এন্ড কলেজ এমপিও ভুক্ত করায় গতকাল ৯ সেপ্টেম্বর শুক্রবার কলেজ পরিচালনা কমিটি শিক্ষক-শিক্ষিকাদের যৌথ উদ্যোগে আয়োজিত তাঁকে দেওয়া এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
কলেজ মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শীলা রাণী পাল, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাসুম, সহ সভাপতি নাজমুল হাসান সবুজ, ভুলতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ বাবুল ভুঁইয়া, ভুলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম ভুঁইয়া, ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক লিমন শিকদার, আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন, শিক্ষক হাজী মোঃ আলী ওসমান ও শামীমা সুলতানা উমা প্রমুখ।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।###
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮