দৈনিক আজকের বাংলা ডেস্ক,
যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। আজ রোববার থেকে কার্যকর হওয়া নিয়ম অনুযায়ী, এখন থেকে একজন যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুজন স্বজন প্রবেশ করতে পারবেন ডিপারচার ড্রাইভওয়ে ও অ্যারাইভাল ক্যানোপি এলাকায়।
গত ২৪ জুলাই রাতে বিমানবন্দর কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের ঘোষণা দেয়। কর্তৃপক্ষের মুখপাত্র স্কোয়াড্রন লিডার মো. মাহমুদুল হাসান মাসুম জানান, যানজট কমানো ও সুশৃঙ্খল পরিবেশ গড়ে তুলতেই এ উদ্যোগ। তিনি যাত্রী ও তাদের স্বজনদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য মতে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বছরে প্রায় ১ কোটি ২৫ লাখ যাত্রী যাতায়াত করেন। প্রতিদিন পরিচালিত হয় ১৪০-১৫০টি আন্তর্জাতিক ফ্লাইট। যাত্রীদের স্বজনদের অতিরিক্ত ভিড় ও যানজটের কারণে যাতায়াত ব্যাহত হচ্ছিল, যা এখন এই নির্দেশনার মাধ্যমে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নতুন নিয়ম বাস্তবায়নে নিরাপত্তা ও তদারকি ব্যবস্থাও আরও জোরদার করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮