
মো: সোহাগ হোসেন, বেনাপোল প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর ৮৫ শার্শা-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী (দল) বিএনপির দলীয় প্রার্থীর বিজয়ের লক্ষে জনসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১১ নভেম্বর) বিকালে কায়বা ইউনিয়ন বিএনপির আয়োজনে চালতাবাড়িয়া আর ডি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ জনসংযোগ অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ এর সভাপতিত্বে ও কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় এতে’ প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক’ সাবেক সংসদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।
এসময় প্রাধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি তার বক্তব্য বলেন, আমি এই এলার সন্তান, আমি আপনাদের সুখ দুঃখে পাশে আছি, আগামীতেও থাকবো। বিশেষ করে তিনি নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হলে অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কাজ করার ঘোষনা দেন।
উক্ত জনসংযোগে আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, কায়বা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্না,
বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সহ-সভাপতি মোনায়েম হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক এমদা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন বাবলু, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, কায়বা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুলা মিলন, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন বাপ্পীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

























