বেনাপোল (যশোর) প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের কৃতি সন্তান শামীম রেজা ৪৯ তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় শিক্ষা ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করা এই মেধাবী তরুণ তাঁর শিক্ষা জীবনে সাফল্যের স্বাক্ষর রেখেছেন।
শামীম রেজা রুদ্রপুর গ্রামের কৃষক শাহাবুদ্দিন সরদার ও গৃহিণী শাহানাজ খাতুন দম্পতির ছেলে। তিন ভাই-বোনের মধ্যে তিনি সবার বড়। তাঁর এই সফলতার নেপথ্যে রয়েছে বাবা-মায়ের অকৃত্রিম অনুপ্রেরণা ও কঠোর পরিশ্রম।
তিনি গোগা ইউনাইটেড আদর্শ কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছিলেন। বিশেষত তাঁর এই অর্জন গোগা কলেজকে এক নতুন পরিচয় দিয়েছে, গোগা কলেজ থেকে তিনিই প্রথম বিসিএস ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হলেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
শামীম রেজা জানান, তাঁর এই সফলতার পেছনে বাবা-মা, পরিবারের সদস্য ও শিক্ষকদের অবদান সব চেয়ে বেশি।চাকরিতে যোগদানের পর তাঁর প্রধান লক্ষ্য হবে সাধারণ মানুষের সেবা করা এবং দেশের উন্নয়নে সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮