মামুন মিঞা, ফরিদপুর:
আজ বৃহস্পতিবার ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা- ২০২৫ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্তে ফরিদপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
জনাব মোঃ শামছুল আজম,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফরিদপুর এর সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভার সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল জলিল, পিপিএম,পুলিশ সুপার, ফরিদপুর।
আসন্ন শারদীয় দুর্গাপূজা- ২০২৫ উপলক্ষ্যে সকল পূজা মন্ডপে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে সকলকে তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা সহ দর্শনার্থীগণ নির্বিঘ্নে যাতে পূজা উদযাপন করতে পারে সে বিষয়টি নিশ্চিতকল্পে সভায় আলোচনা হয়।
এ সময় পুলিশ সুপার ফরিদপুর মোঃ আব্দুল জলিল বলেন,দুর্গাপূজা উপলক্ষ্যে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিতকল্পে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ আসিফ ইকবাল, অতিরিক্ত পুলিশ সুপার, ভাঙা সার্কেল, ফরিদপুরসহ জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, ডিআইও-১ ফরিদপুর এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮