আব্বাস উদ্দিন
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাপলা বিলে সরকারি ভাবে নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের আইনের আওতায় আনতে অভিযান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন ও অফিসার ইনচার্জ -ওসি- মো. রফিকুল হাসান। গতকাল শনিবার দুপুরে শাহজাদাপুর ও মলাইশ গ্রামের উত্তর পাশে হাওরের শাপলা বিলে অভিযান কালে অবৈধ রিং জাল দিয়ে ইজারাকৃত বিলে মাছ শিকার ও টেটা বল্লম নিয়ে সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি করার দায়ে এক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও আরো দুই ব্যক্তিকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
জব্দ করা হয়েছে ২ হাজার মিটার রিং জাল ও দুটি নৌকা। ইউএনও’র দফতর সূত্র জানায়- শাহজাদাপুর গ্রামের উত্তর পাশে হাওর বেষ্টিত শাপলা বিলটি সরকারি ভাবে ইজারা দেওয়া। ইজাদার রেখেই এক শ্রেণির লোক সরকারি ভাবে নিষিদ্ধ ঘোষিত রিং জাল ব্যবহার মৎস্য আহরণ করে আসছে দীর্ঘদিন ধরে। এমন খবরে গতকাল দুপুরে শাপলা বিলে অভিযান পরিচালনা করেন ইউএনও মো. মোশারফ হোসাইন। অভিযানকালে অবৈধ রিং জাল ব্যবহার করায় হাতেনাতে ধরায় নিজেদের কৃত অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমান আদালতে মৎস্য রক্ষা সংরক্ষণ আইনে শাহবাজপুর গ্রামের ক্ষমতাপুরের টুনুর মিয়ার ছেলে হাবিবকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন আদালত। আর আখিঁতারা গ্রামের হাফিজ মিয়ার ছেলে রায়হান ও তার ভাই ফতো মিয়াকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে। রিং জাল গুলি প্রকাশ্যে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন-মো. মোশারফ হোসাইন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮