মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী ফারহান ভাইয়াদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বরপা এলাকার ফারহান ফাইয়াজদের গ্রামের বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি)' র প্রধান উপদেষ্টা সেলিম প্রধান দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। পরে ফারহান ফাইয়াজের বাবা শহিদুল ইসলাম ভূঁইয়াকে নিয়ে বরপা সামাজিক কবরস্থানে গিয়ে সেলিম প্রধান ফাইয়াজের কবর জিয়ারত করে দোয়া করেন।
এসময় সেলিম প্রধান বলেন, ফারহান ফাইয়াজরা রক্ত দিয়ে নতুন বাংলাদেশ এনে দিয়েছেন। তাদের সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারকে আমরা উৎখাত করতে পেরেছি। ফারহান ফাইয়াজের রক্ত আমরা বৃথা যেতে দিব না। ফারহান ফাইয়াজ আমাদের রূপগঞ্জের সম্পদ। এ নতুন বাংলাদেশে কোন চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড চলবে না।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮