পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি
একাত্তরের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হত্যাযজ্ঞে শহীদদের স্মরণে নেত্রকোণার দুর্গাপুরে আলোক প্রজ্জ্বলন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা কমিটি।
মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টায় দুর্গাপুর কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোক প্রজ্জ্বলন ও আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক কমরেড ডা. দিবালোক সিংহ। এ সময় আরও বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ,সাংস্কৃতিক কর্মী ও ছাত্র ইউনিয়নের প্রতিনিধিরা।
আলোচকরা বলেন,১৯৭১ সালের এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচারে চালায় বিশ্ব ইতিহাসের নৃশংসতম গণহত্যা। নিরস্ত্র বাঙালিদের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে তারা লাখো নিরীহ মানুষকে হত্যা করে। স্বাধীনতার ৫৪ বছর পরও এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি, যা অত্যন্ত দুঃখজনক। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই স্বীকৃতির দাবিতে সোচ্চার হতে হবে। স্বাধীনতা বিরোধী অপশক্তি নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে এবং স্বাধীনতাবিরোধীদের প্রতিহত করতে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ,সাংস্কৃতিক কর্মী ও ছাত্র সমাজের প্রতিনিধিরা। তারা বলেন,গণহত্যাকারীদের বিচার নিশ্চিত না হলে স্বাধীনতার চেতনা বাস্তবায়ন সম্ভব নয়। যারা দেশবিরোধী শক্তির পৃষ্ঠপোষকতা করে, তাদের রুখতে হবে। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে এবং স্বাধীনতাবিরোধী অপশক্তির যে কোন ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।
এই আয়োজন সঞ্চালনা করেন সিপিবি উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলম। এতে আরো আলোচনা করেন উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শামসুল আলম খান,উপজেলা যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি জহির রায়হান প্রমুখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮