জেলা প্রতিনিধি।।
শরীয়তপুরে সংঘবদ্ধ চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশের গোয়েন্দা টিম ও অন্যান্য ফোর্স অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার(৩০ সেপ্টেম্বর) শরীয়তপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার জানান, পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামানের নির্দেশনায় পালং মডেল থানার অফিসার ইনচার্জ মো. আক্তার হোসেনের তত্ত¡াবধানে পুলিশ পরিদর্শক এস এম আতিক উল্লাহ ও আংগারিয়া ফারি ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস বুধবার মনোহর বাজার মোড় হতে জেলা পুলিশের গোয়েন্দা টিম নিয়ে অভিযান চালিয়ে চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেন। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের তথ্যের ভিত্তিতে আরও ৪ জনকে গ্রেফতার করেন। গত ১৬ জুন আংগারিয়া কাপড়পট্টির লিটন মাদবরের বসত ঘরে, ২৩ আগস্ট পশ্চিম চররোসন্দিতে চোর চক্রের সদস্যরা চুরি করে।
গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যরা হলেন, মো. আবুল কালাম(৪০), শহীদুল হাওলাদার(৩৮), সঞ্জয় হালদার(৫২), হেমায়েত মাদবর প্রকাশ শেষ(৪৪), গিয়াউদ্দিন হাওলাদার(৪১), বাচ্চু খান(৪১), শাওন মুন্সী(৩২)।
অভিযানের সময় আসামীদের কাছ থেকে চোরাই মাল বিক্রির নগদ ২,৬৩,৯০০ টাকা, একটি স্বর্ণের চেইন, এক জোড়া কানের দুল, একটি আংটি, তালা কাটার, হোট কাটার, স্ক্রু ড্রাইভার, প্লাস, রেইঞ্জ, আলমারি ভাঙার যন্ত্র জব্দ করা হয়।
উল্লেখ্য, এসব চোর চক্রের সদস্যরা শরীয়তপুর ও পার্শ¦বর্তী জেলার বিভিন্ন থানা এলাকায় সংঘবদ্ধ ভাবে ঘরে কেউ আছে কিনা, তালা দেওয়া কিনা এসব বিষয় নিশ্চিত হয়ে চোর চক্রকে জানালে তারা এসে দ্রæত চুরি করে স্থান ত্যাগ করে। আসামীরা যে সংঘবদ্ধ চোর চক্রের সদস্য তা তারা স্বীকার করেছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮