মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে মাঠে নেমেছেন শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টায় শতাধিক গাড়ির বিশাল বহর নিয়ে ঢাকা থেকে পদ্মাসেতু পাড়ি দিয়ে তিনি পৌঁছান জাজিরার নাওডোবা গোল চত্বরে। দক্ষিণ প্রান্তে তাকে স্বাগত জানান বিএনপির শতশত নেতাকর্মী।
গণসংযোগ শুরুর আগে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন,
“আমি এখানে দায়িত্ব নিতে এসেছি, সুবিধা নিতে নয়। প্রতিহিংসার রাজনীতি আমি বিশ্বাস করি না। এখানে হিংসা-বিদ্বেষ চলবে না, আমরা সবাই ভাই। কাঁধে কাঁধ মিলিয়ে শরীয়তপুরকে এগিয়ে নিয়ে যাব।”
তিনি আরও বলেন,
“আমার পরিবার ৮৫ বছর ধরে রাজনীতির সঙ্গে জড়িত। রাজনীতি করতে গিয়ে আমার চাচা ও চাচাতো ভাই খুন হয়েছেন, তবুও কখনো প্রতিহিংসার পথে হাঁটিনি। এলাকার উন্নয়নই আমাদের একমাত্র লক্ষ্য।”
জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান মাতবর বলেন, শরীয়তপুর-১ আসনে জনগণের অধিকার পুনরুদ্ধারে আমরা ঐক্যবদ্ধ। আন্দোলনের ধারাবাহিকতায় এবার ভোটের মাধ্যমে গণঅধিকার প্রতিষ্ঠা হবে।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম তালুকদার বলেন, এই আসনে বিএনপির প্রার্থীর প্রচারণা শুরু হওয়ায় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আ. জাব্বার খান বলেন, যুব সমাজ পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাস করে। এই প্রচারণা তরুণদের নতুন আশার সঞ্চার করবে।
জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ সিকদার বলেন, জনগণ পরিবর্তন চায়, আর সে পরিবর্তনের প্রতীক সাঈদ আহমেদ আসলাম।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম টিটু বলেন, প্রচারণার প্রথম দিনেই নেতাকর্মীদের উপস্থিতি প্রমাণ করে, বিএনপি এখন গণসমর্থনের কেন্দ্রে।
জাজিরা পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কেএম কামরুজ্জামান মিলন খান বলেন, আমরা তৃণমূলে সংগঠনকে আরও শক্তিশালী করছি। জনগণ ভোট দিয়ে এর প্রমাণ দেবে।
জাজিরা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ দবির বেপারী বলেন, তরুণরা এই প্রচারণাকে স্বাগত জানিয়েছে। আমরা এবার মাঠ ছাড়বো না।
নাওডোবা থেকে তিনি গণসংযোগ শুরু করে ধাপে ধাপে যান বি.কে নগর, সেনের চর, জয়নগর ও মুলনা ইউনিয়নে। জুম্মার নামাজের পর বিলাসপুর, বড়কান্দী ও পালেরচর ইউনিয়নে পথসভা ও গণসংযোগে অংশ নেন তিনি। দিনব্যাপী প্রচারণা শেষে সন্ধ্যায় তার ঢাকা ফেরার কথা রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮