মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও নগদ টাকাসহ স্বামী–স্ত্রীকে আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার ও অবৈধ অস্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয় বলে জানিয়েছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার সেনেরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাকিম আলী মাদবর কান্দি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উক্ত এলাকার মৃত লালমিয়া মাদবরের ছেলে সেকেন্দার মাদবর (৫২) এবং তার স্ত্রী রানী আক্তার।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জাজিরা আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল সাকিম আলী মাদবর কান্দি গ্রামের সেকেন্দার মাদবরের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই স্বামী–স্ত্রীকে আটক করা হয়।
অভিযানে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—১ কেজি গাঁজা, ২ পিস ইয়াবা, ৪টি মোবাইল ফোন, ১টি ইলেকট্রিক সিগারেট, ২টি কলকি, ১টি গাঁজা কাটার, ইয়াবা সেবনের জন্য ব্যবহৃত ১২টি বাঁশি, ১ পিস হরিণের কস্তুরী, ১ রুল ফুয়েল পেপার, ১টি চাইনিজ কুড়াল, ১টি রামদা, ৩টি চাপাতি, ১টি ছুরি, মদের বোতল, ৩টি দা এবং নগদ ১০ হাজার ৩৭০ টাকা।
এ বিষয়ে জাজিরা আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর আশরাফ আহমেদ বলেন,“ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে জাজিরার সেনেরচর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ দুইজনকে আটক করা হয়েছে।”
তিনি আরও বলেন, “উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮