শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে শহরে অনুমোদন না থাকায় পালং মেডিকেল সেন্টার নামের একটি অবৈধ ক্লিনিক বন্ধ করে দিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ।
সোমবার -১০ মার্চ- সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে শহরের চৌরঙ্গী এলাকার বাসুদেব সুপার মার্কেটে গড়ে ওঠা ক্লিনিকটি পরিদর্শন শেষে বন্ধ করে দেয়ার নির্দেশ দেয়া হয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, শহরের চৌরঙ্গী এলাকায় গড়ে উঠা পালং মেডিকেল সেন্টার নামের একটি ক্লিনিক দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই পরিচালনা হয়ে আসছিলো। বিষয়টি জানতে পেরে সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল বিধান মোহাম্মদ সানাউল্লাহ ক্লিনিকটিতে পরিদর্শন করেন। ক্লিনিকটিতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় স্বাস্থ্য বিভাগ থেকে ক্লিনিকটি চালুর অনুমোদন দেয়া হয়নি। অনুমোদন ছাড়া ক্লিনিকটি পরিচালনা করায় বন্ধের নির্দেশ দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। পরবর্তীতে সঠিক প্রক্রিয়ার অনুমোদন এনে ক্লিনিকটি চালুর কথা জানানো হয়।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল বিধান মোহাম্মদ সানাউল্লাহ বলেন, অনুমোদন ছাড়া পালং মেডিকেল সেন্টার নামের ক্লিনিকটি পরিচালনা হওয়ায় বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এরপরেও যদি ক্লিনিকটি চালু রাখা হয় সেক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। পাশাপাশি অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে আমাদের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত রাখা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮