শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নে জানাজার আগে ককটেল বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে ফজলু রহমান মাদবর (৬০) নামে এক সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।
নিহত ফজলু রহমান মাদবর মূলনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে মূলনা ইউনিয়নের ঢোন বোয়ালিয়া এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফজলু রহমান মাদবর তার চাচাতো ভাই কেরামত আলী মাদবরের জানাজায় অংশ নিতে শরীয়তপুর সদর থেকে এলাকায় আসেন। জানাজা শুরুর আগে দুপুরে হঠাৎ একটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেলে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই মুহূর্তে তিনি গুরুতরভাবে আতঙ্কিত হয়ে স্ট্রোকে আক্রান্ত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ফজলু রহমান মাদবরের সঙ্গে অভিযুক্ত বিপুল মাদবরদের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এই বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে একাধিকবার মামলা-মোকাদ্দমাও হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
নিহতের স্বজনরা বলছেন, ওই পূর্বশত্রুতার জের ধরেই বিপুল মাদবর ফজলু রহমান মাদবরের উপস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে ককটেল নিক্ষেপ করেন। একই সঙ্গে তিনি দেশীয় অস্ত্র নিয়ে তাকে মারধরের উদ্দেশ্যে এগিয়ে আসেন। এতে মুহূর্তের মধ্যেই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সেই আতঙ্কজনক পরিস্থিতিতেই ফজলু রহমান মাদবর গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
এদিকে অভিযোগ রয়েছে, অভিযুক্ত বিপুল মাদবর দীর্ঘদিন ধরে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন। তিনি ওই এলাকার মোবারক মাদবরের ছেলে এবং সম্পর্কে নিহত ফজলু রহমান মাদবরের আপন ভাতিজা।
উল্লেখ্য, ফজলু রহমান মাদবরের হৃদযন্ত্রে পূর্বে রিং বসানো হয়েছিল। ফলে তিনি শারীরিকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।
এ বিষয়ে মূলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ জলিল মাদবর বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত রাখার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন।”
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সালেহ্ আহম্মদ বলেন, “এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।"
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮