মো: আব্দুর রহিম শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজিরহাট বাজারে নকল আরএফএল ব্র্যান্ডের ক্যাবল ও ভিশন কোম্পানির রিমোট কন্ট্রোল বিক্রির দায়ে এক ইলেকট্রনিক্স ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে জব্দ করা হয়েছে ভুয়া লোগোযুক্ত বেশ কয়েকটি পণ্য।
বুধবার -৯ এপ্রিল- দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের লক্ষ্য ছিল কাজিরহাট বাজারের “মেসার্স আমিন এন্টারপ্রাইজ” নামের একটি ইলেকট্রনিক্স দোকান, যেখানে আরএফএল কোম্পানির নামে তৈরি নকল বিজলী ক্যাবল এবং ভিশন ব্র্যান্ডের রিমোট কন্ট্রোল বিক্রির তথ্য পাওয়া যায়।
সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান, “দোকানে ৪ কয়েল নকল বিজলী ক্যাবল এবং ৫টি নকল ভিশন রিমোট পাওয়া গেছে। এসব পণ্যে ভুয়া ব্র্যান্ডিং ব্যবহার করে গ্রাহকদের প্রতারিত করা হচ্ছিল। তাই মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং পণ্যগুলো জব্দ করা হয়েছে। ভবিষ্যতে এমন কার্যকলাপে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, বাজারে নকল ও নিম্নমানের পণ্য সরবরাহ বন্ধে তাদের অভিযান চলমান থাকবে। এ ধরনের তদারকির মাধ্যমে সাধারণ ভোক্তাদের অধিকার রক্ষা এবং সঠিক পণ্য বাজারজাত নিশ্চিত করাই মূল লক্ষ্য।
অভিযুক্ত দোকান মালিক আল-আমিন শেখ দাবি করেন, “আমি ঢাকা থেকে এক ব্যবসায়ীর কাছ থেকে পণ্যগুলো এনেছি। এগুলো নকল তা জানতাম না। জানলে কখনই বিক্রি করতাম না।”
অভিযানের পর বাজারজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও ভোক্তারা ভোক্তা অধিকার অধিদফতরের এ ধরনের নজরদারিকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত অভিযানের দাবি জানিয়েছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮