মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-০১ (পালং-জাজিরা) আসনে নির্বাচনী গণসংযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ।
রবিবার (২ নভেম্বর) দুপুরে জাজিরা উপজেলার কাজিরহাট এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এই গণসংযোগে অংশ নেন।
এ সময় এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং খেলাফত মজলিসের আদর্শ ও নীতিমালা তুলে ধরেন তিনি।
মাওলানা জালালুদ্দিন আহমদ বলেন, “আমরা সাম্য, ন্যায় ও ইনসাফভিত্তিক একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। জনগণের ভালোবাসা ও দোয়া পেলে ইনশাআল্লাহ ন্যায়নিষ্ঠ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।”
তিনি আরও বলেন, “ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। জনগণের দোয়া ও সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি।”
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস জাজিরা উপজেলার সভাপতি মাওলানা নুরুল আমিন, সহ-সভাপতি মাওলানা আরিফুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা আনিসুর রহমান, সহ-সভাপতি মাওলানা মোফাজ্জল হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা লিয়াকত হোসেন, সাংগঠনিক সম্পাদক মুফতি ইয়ামিন, কাজিরহাট বন্দর কমিটির সভাপতি মাস্টার নূরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল আলমসহ দুই শতাধিক নেতাকর্মী।
গণসংযোগ চলাকালে স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা আসন্ন নির্বাচনে ‘রিকশা’ প্রতীকের পক্ষে সমর্থন জানান এবং মাওলানা জালালুদ্দিন আহমদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮