মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সংলগ্ন মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাবেরী রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ ওমর ফারুক, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান এবং জাজিরা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইনুল ইসলাম।
প্রধান অতিথি কাবেরী রায় বলেন, “প্রাণিসম্পদ আমাদের অর্থনীতির শক্ত ভিত্তি। দুগ্ধ, মাংস ও ডিম উৎপাদন বৃদ্ধিতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। জাজিরার খামারিরা অত্যন্ত পরিশ্রমী এবং অদম্য। তাদের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে। এই সপ্তাহ শুধু উৎসব নয়—এটি সচেতনতা ও জ্ঞান বিস্তারের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।”
জাজিরা উপজেলা কৃষি অফিসার মোঃ ওমর ফারুক বলেন, “কৃষি ও প্রাণিসম্পদ একে অন্যের পরিপূরক। উন্নত পশুপালন ছাড়া টেকসই কৃষি সম্ভব নয়। জাজিরায় উভয় খাতকে এগিয়ে নিতে আমরা মাঠে কাজ করছি।”
বিষয়টি নিয়ে সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান বলেন, “খামারিদের জমি-সংক্রান্ত সেবা সহজ করতেই আমাদের ভূমি অফিস সবসময় প্রস্তুত। আধুনিক প্রযুক্তিনির্ভর খামার গড়তে সরকারি সব উদ্যোগ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।”
এ সময় জাজিরা থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, “প্রাণিসম্পদ খাতকে নিরাপদ রাখতে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা জরুরি। অবৈধ পশু ব্যবসা ও অপরাধ দমনে পুলিশ সর্বদা সতর্ক থাকবে।”
প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রদর্শনীতে স্থান পায়—উন্নত জাতের গবাদিপশু ও হাঁস–মুরগি,
ভেটেরিনারি সেবা বিষয়ক স্টল, দুগ্ধ ও মাংস উৎপাদন প্রযুক্তি, আধুনিক খামার ব্যবস্থাপনা। আয়োজনটি বাস্তবায়ন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল; অর্থায়ন করে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)।
জানতে চাইলে হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. মোঃ সোহাগ (আব্দুল্লাহ) বলেন, “খামারিদের হাতে-কলমে প্রশিক্ষণ, রোগ প্রতিরোধ, টিকাদান ও আধুনিক পশুপালন পদ্ধতি ছড়িয়ে দিতে আমরা নিয়মিত কাজ করছি। এই প্রদর্শনী নতুন প্রযুক্তি জানার সুযোগ তৈরি করবে।”
ডা. মোহাম্মদ রুহুল আমিন বলেন, “প্রাণিসম্পদ সপ্তাহের মূল লক্ষ্য হলো খামারিদের সঙ্গে সরকারি সেবার সংযোগ আরও শক্তিশালী করা। উন্নত জাতের পশু, সুষম খাদ্য, চিকিৎসা ও প্রশিক্ষণ প্রদান অব্যাহত থাকবে।”
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮