দৈনিক আজকের বাংলা ডেস্ক।।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সতর্ক করে দিয়েছেন যে তার দেশকে ভয়ভীতি দেখাতে কিম্বা প্রভাব খাটানোর চেষ্টা করলে বিদেশি শক্তির "মাথায় প্রচণ্ড আঘাত করা হবে।"শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে সামরিক কুচকাওয়াজ।
দেশটির শাসক দল কমিউনিস্ট পার্টির শতবর্ষ উপলক্ষে দেওয়া এক ভাষণে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন।
মি. শি বলেছেন বেইজিং কোনো ধরনের "হিতোপদেশ" মেনে নেবে না। ধারণা করা হচ্ছে যে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করেই তিনি এই মন্তব্য করেছেন।
চীনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং হংকং-এ দমন-পীড়ন চালানোর অভিযোগ ও সমালোচনার মধ্যেই প্রেসিডেন্ট শি এই বক্তব্য দিলেন।
বাণিজ্য, গুপ্তচরবৃত্তি এবং কোভিড মহামারিকে কেন্দ্র করে সম্প্রতি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানাপড়েন তৈরি হয়েছে।
তাইওয়ানের বিষয়টিও উত্তেজনার আরো একটি বড় কারণ। গণতান্ত্রিক তাইওয়ান যেখানে নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মনে করে, চীন মনে করে তাইওয়ান তাদের ভূখণ্ডেরই একটি অংশ।
চীন কখনও এই দ্বীপটিকে নিজেদের কাছে ফিরিয়ে নিতে শক্তি প্রয়োগ করলে যুক্তরাষ্ট্র তার নিজের আইন অনুসারে তাইওয়ানকে আত্মরক্ষায় সহযোগিতা করতে হবে।
কিন্তু কমিউনিস্ট পার্টির শতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার দেওয়া ভাষণে মি. শি বলেছেন, তাইওয়ানের সঙ্গে একতাবদ্ধ হওয়ার ব্যাপারে তারা অঙ্গীকারাবদ্ধ।
"নিজেদের দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং ভৌগলিক অখণ্ডতা বজায় রাখার ব্যাপারে চীনা জনগণের যে ইচ্ছা ও ক্ষমতা সেটাকে কারো খাটো করে দেখা উচিত নয়," বলেন তিনি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮