মোঃ মাসুদ রানা মনির,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারী বলেছেন, আমি একটি স্বচ্ছ জবাবদিহিমূলক, ও দুর্নীতিমুক্ত রাজনীতিতে বিশ্বাস করি। গণমাধ্যমকে ভয় নয়, আমি গণমাধ্যমকে শক্তি মনে করি, কারণ শক্তিশালী গণমাধ্যম ছাড়া সুশাসন সম্ভব নয়। তিনি বুধবার রাত রামগঞ্জ প্রেসক্লাবে রামগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন। তিনি বলেন স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে দায়িত্বশীলদের আরো দায়িত্বশীল ও জবাবদিহিতা করে তোলে।আমার রাজনীতি কাউকে আঘাত করার রাজনীতি নয়, আমার রাজনীতি বিভাজনের রাজনীতি নয়, আমার রাজনীতি হচ্ছে রামগঞ্জ কে নিরাপদ সমৃদ্ধ ও মানবিক রামগঞ্জে রূপান্তর করার রাজনীতি। আপনাদের মাধ্যমে আমি রামগঞ্জবাসীকে বলতে চাই আসুন অপপ্রচার ও বিভ্রান্তি নয়, কাজ সততা ও যোগ্যতার ভিত্তিতে সিদ্ধান্ত নেই।
এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং জনস্বার্থ সংশ্লিষ্টসহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করেন।
রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিন প্রতিনিধি আবু তাহেরের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন রামগঞ্জ শাখার সভাপতি ডাক্তার রফিকুল ইসলাম, জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন,রামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ ফারুক সহ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন যুব বিভাগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মত বিনিময় সভায় বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিকের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮