প্রিন্ট এর তারিখঃ জুলাই ৮, ২০২৫, ৩:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৯:২৫ পি.এম
লোহাগাড়ায় ১১ জন নিহতের ঘটনায় ঘাতক বাস চালক আটক

সাইফুল ইসলাম, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ১১ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি বাস চালক মুহাম্মদ সোহেল তালুকদার কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)
রোববার (৬ জুলাই) র্যাব-৭ ও র্যাব-৪ এর যৌথ অভিযানে রাজধানীর মিরপুর মডেল থানার আনসার ক্যাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সোহেল তালুকদার ঢাকার দক্ষিণখান থানার ফরহাদাবাদ এলাকার বাসিন্দা এবং মুহাম্মদ হানিফের ছেলে।
র্যাব-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থার সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন জানান, দুর্ঘটনার পর থেকেই সোহেল পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গত ১ এপ্রিল ঢাকার মিরপুর থেকে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে রফিকুল ইসলাম তাঁর পরিবার ও আত্মীয়-স্বজনসহ একটি মাইক্রোবাসযোগে রওনা দেন। ২ এপ্রিল সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিপরীত দিক থেকে আসা রিলাক্স পরিবহনের একটি বাস দ্রুতগতিতে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম, তাঁর স্ত্রী, দুটি শিশু সন্তানসহ ১০ জন নিহত হন। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত রফিকুলের শ্যালক মো. রবিউল হাসান সুজন লোহাগাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলারই প্রধান আসামি ছিলেন মুহাম্মদ সোহেল তালুকদার।
মামলাটি দোহাজারি হাইওয়ে থানা তদন্ত করছেন এবং অবশেষে মামলার প্রধান আসামী সোহেল তালুকদার কে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২