চঞ্চল,
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত এলাকায় এক বিশেষ অভিযান চালিয়েছে। এই অভিযানে ১.৩ কেজি ভারতীয় গাঁজা এবং ৪০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সফল অভিযানের তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিমুলবাড়ী ও বালারহাট বিওপির পৃথক দুটি টহল দল এই ঝটিকা অভিযান পরিচালনা করে। প্রথম অভিযানে ফুলবাড়ীর কুরুষা ফেরুষা এলাকা থেকে ১.৩ কেজি গাঁজাসহ মোঃ সোহেল (৩০) নামের একজনকে আটক করা হয়। দ্বিতীয় অভিযানে বালাতাড়ি এলাকা থেকে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ মদর আলী (৪০) নামের অপর এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে বিজিবি।
জব্দকৃত এসব মাদকের মোট বাজার মূল্য প্রায় ৮ হাজার ৫৫০ টাকা। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মাদক মামলা দায়েরের পর পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, সীমান্ত দিয়ে মাদক পাচার সম্পূর্ণ বন্ধ করতে স্পর্শকাতর পয়েন্টগুলোতে নজরদারি কয়েকগুণ বাড়ানো হয়েছে। যুবসমাজকে রক্ষা করতে বিজিবি’র এমন মাদকবিরোধী কঠোর অভিযান ও গোয়েন্দা তৎপরতা নিয়মিত অব্যাহত থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮