চঞ্চল,
মাদক চোরাচালান দমনে কঠোর অবস্থানে থাকা লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) গত দুই দিনে (২৬ ও ২৭ নভেম্বর) কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে পাঁচটি পৃথক বিশেষ অভিযান চালিয়েছে। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করার পাশাপাশি একজন মাদক কারবারীকেও আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে বিভিন্ন বিওপি এলাকায় এই সাড়াশি অভিযানগুলো পরিচালিত হয়। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী থানাধীন অনন্তপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ মজিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২১,৫০০/- টাকাসহ হাতেনাতে আটক করা হয়।
একই দিন বিকেলে কুড়িগ্রামের বালারহাট বিওপি এলাকায় দুটি পৃথক অভিযানে চোরাকারবারীদের ফেলে যাওয়া মোট ১৭ কেজি ৯০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার হয়। অন্যদিকে, লালমনিরহাটের হাতীবান্ধা থানাধীন ঝাউরানী বিওপি এলাকায় রাত আনুমানিক ৮টার দিকে পরিচালিত এক অভিযানে চোরাকারবারীর ফেলে যাওয়া ০৮ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ এবং ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে ঝাউরানী বিওপি এলাকায় পরিচালিত অপর এক অভিযানে চোরকারবারীরা ফেলে রেখে যাওয়া ৮২ বোতল ইস্কাফ সিরাপ এবং আরও ১টি মোটরসাইকেল জব্দ করে বিজিবি।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি নিশ্চিত করেন, "মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সতর্ক রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের চিহ্নিত এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে।"
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮