চঞ্চল,
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গত দুই দিনে দুটি পৃথক বিশেষ অভিযান চালিয়ে মোট ৪৪ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে । জব্দকৃত মাদকের সর্বমোট সিজার মূল্য দাঁড়িয়েছে ১৭,৬০০/- টাকা ।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানগুলো চালানো হয় । প্রথম অভিযানটি বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী থানাধীন কাশিপুর বিওপি এলাকায় পরিচালিত হয়, যেখানে ২০ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করা হয় ।
দ্বিতীয় অভিযানটি আজ শুক্রবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ০১:২০ মিনিটে লালমনিরহাটের হাতীবান্ধা থানাধীন ঝাউরানী বিওপি এলাকায় চালানো হয়, যেখানে আরও ২৪ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয় । উভয় ক্ষেত্রেই চোরাকারবারীরা বিজিবি'র ধাওয়ার মুখে মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায় ।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার (সিও), লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, "দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে ।" তিনি জানান, মাদক পাচার রোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮