চঞ্চল,
জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৫ উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।
সোমবার জেলা পুলিশ লাইন্স, লালমনিরহাটে বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
পুলিশ জানায়, সোমবার পুলিশ কর্মকর্তাদের নিয়ে বেশ কিছু গাছের চারা রোপণ করেন পুলিশ সুপার। সবুজ বাংলাদেশের প্রত্যয়ে এই কর্মসূচি চলমান থাকবে।
এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল এ কে এম ফজলুল হকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮