চঞ্চল,
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে লালমনিরহাট জেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। আগামী ১ (এক) বছর মেয়াদের জন্য এই কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সংসদ।
নবগঠিত এই কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন লালমনিরহাট পৌরসভার মো: সাহেদুল হক ছোটন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আদিতমারী উপজেলার আবু তালেব।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন লালমনিরহাট সদর উপজেলার মো: নুর আলম।
কমিটির অন্যান্য শীর্ষ পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো: হাবিবুর রহমান চৌধুরী এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো: আকিফুল ইসলাম রাকিবের নাম ঘোষণা করা হয়েছে।
জেলা বিএনপির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, এই নতুন কমিটির হাত ধরে লালমনিরহাট জেলায় তাঁতীদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে দল আরও শক্তিশালী হয়ে উঠবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮