তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
সোমবার (১৯ মে) রাতে হাতীবান্ধা রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন-নবী।
গ্রেপ্তার হওয়া স্বাধীন রহমান বিজয় হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান অ্যাড .মশিউর রহমানের ছোট ভাই।
পুলিশ সূত্রমতে , এই বছরের ১৮ জুলাই সাংবাদিক ও
আনন্দ টিভি'র প্রতিনিধি আব্দুর রহিমকেউপর হামলা চালানো হয় ও তাকে মারধরের ঘটনা ঘটে। সেই ঘটনায় সাংবাদিক রহিম নিজে বাদি হয়ে হাতীবান্ধা থানায় মামলা দায়ের করেন। মামলাটির অজ্ঞাত আসামী হিসেবে বিজয়কে সোমবার বিকেলের দিকে রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
হাতীবান্ধা থানর ওসি মাহামুদুন-নবী জানান ,গ্রেপ্তারকৃত স্বাধীন রহমান বিজয়ের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮