চঞ্চল, বিশেষ প্রতিনিধি
লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের ফকিরটারী এলাকা থেকে মাটিতে পুঁতে রাখা শিশু শাকিলের “৯” মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
১১ মার্চ “মঙ্গলবার” রাতে গোকুন্ডা শিশুটির মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন গোকুন্ডার ইউপি সদস্য হাবিবুর রহমান ও সদর থানার উপপরিদর্শক সাইফুর রহমান।
নিহত শাকিল “৯” ওই এলাকার শফিকুলের ছেলে।
এর আগে গতকাল সোমবার “১০ মার্চ” রাতে ইউপি সদস্যসহ ওই এলাকার কিছু ব্যক্তি ৩জন সন্দেহভাজনকে পুলিশের কাছে সোপর্দ করেন।
আটক শহিদুল -৪৩- তার স্ত্রী শাহানা -৪০- এবং শহিদুলের ছেলে সোহান -২০- নিহত ও শিশুর প্রতিবেশি বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য বলেন, “কাল দুপুর ২টার পর থেকেই শাকিল নিখোঁজ ছিল। এরপর তার বাবার কাছে মোবাইলে একটি ফোনকল আসে ও ৩ লক্ষ টাকা দাবি করে। মোবাইল নম্বরের খোঁজ খবর নিয়ে আসামিদের আমরা পাকড়াও করি ও লালমনিরহাট সদর থানা পুলিশের কাছে সোপর্দ করি। পরিশেষে আজ মঙ্গলবার বিকেলে আসামিদের দেয়া তথ্য অনুযায়ী পুলিশের একটি টিম এলাকায় আসেন। সে সময় শিশু শাকিলদের বাসার সেপটিক ট্যাংকের পাশে মাটিতে পুঁতে রাখা তার মৃতদেহ উদ্ধার করেন। ঘটনাস্থলে সেনাবাহিনী সদস্যরাও এসেছিলেন।“
সদর থানার পুলিশ উপপরিদর্শক সাইফুর রহমান বলেন, "৩ আসামি আটক অবস্থায় আছে। তাদের কাছে পাওয়া তথ্যমতেই শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত চলমান আছে বিস্তারিত ওসি স্যার বলতে পারবেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮