তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব-১৩ এর অভিযানে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মো. মিরাজ হোসেন -১৯- নামে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার-২২ মে- বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক –মিডিয়া- ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
গ্রেপ্তার মিরাজ উপজেলার দোলাপাড়া এলাকার মো. কামরুজ্জামানের ছেলে।
র্যাব জানায়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার বিকেল আনুমানিক ৫.৩০ মিনিটে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সিপিসি-২, নীলফামারী ক্যাম্প, র্যাব-১৩, রংপুরের একটি অভিযানিক দল। সেখানে ক্যাম্প রোডে পাঁকা রাস্তার উপর তল্লাশি করে ১৯৭ পিস ইয়াবা জব্দসহ মিরাজকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮