প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৫, ৯:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২৫, ৭:২৬ পি.এম
লালমনিরহাটে হঠাৎ করে ধেয়ে আসা কালবৈশাখি ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
লালমনিরহাটে হঠাৎ করে ধেয়ে আসা কালবৈশাখি ঝড়ে জেলার ৫ উপজেলার বিভিন্ন জায়গায় ঘরবাড়ি, গাছপালা ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ।
জানা যায়, শনিবার রাতে সদর উপজেলাসহ অন্যান্য উপজেলার প্রায় ১৭ টি গ্রামের উপর দিয়ে এই কালবৈশাখি ঝড় বয়ে যায়। এতে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী বাজারে লালমনিরহাট থেকে বুড়িমারীগামী মহাসড়কে একটি বড় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত হয়। পরে ফায়ার সার্ভিসের উদ্যোগে কয়েক ঘণ্টার প্রচেষ্টায় ভোররাতে গাছটি সড়ক থেকে সরানো হলে যান চলাচল স্বাভাবিক হয়। এছাড়াও বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়ায় গাছ পড়ে গিয়ে বেশ কিছু ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে।
জেলার বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক সংযোগের খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ সরবরাহ কয়েক ঘণ্টাব্যাপী বন্ধ থাকে।
বহু জায়গায় ভুট্টা,,ধান ও আমসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
এ বিষয়ে লালমনিহাট জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার জানান, বিভিন্ন উপজেলায় স্থানীয় উপজেলা প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করার জন্য কাজ করছে৷ এরপর প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২