তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জে বহুল আলোচিত স্কুলছাত্রী জান্নাতী হত্যা মামলার বাদী পক্ষের আইনজীবী জাকিউল হাসান সিদ্দিক রাসেলকে হত্যার হুমকি দিয়েছে হেলমেট পরিহিত অচেনা ৪-৫ জন ব্যক্তি।
বুধবার -৭ মে- বিকেলে লালমনিরহাট জেলা জজকোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাদী পক্ষের আইনজীবী রাসেল এই তথ্য জানান।
আইনজীবী রাসেল বলেন, “৬ মে রাত আনুমানিক ১১টার আমি দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হই। সে সময় শহরের বালাটারী এলাকায় অজ্ঞাত ৪-৫ জন ব্যক্তি মোটরসাইকেল যোগে হেলমেটে পরিহিত অবস্থায় এসে আমার গতি রোধ করে ও সামনে দাঁড়ায়। তারা আমাকে হুমকি দেয় ও জান্নাতী হত্যা মামলা নিয়ে বেশী বাড়াবাড়ি করলে সমস্যা হবে বলে শাসায় । ফলে আমি অনেক ভয় পাই। তখন আমার আশপাশের লোকজন জড়ো হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।“
লিখিত বক্তব্যে রাসেল জানান, গত ১৬ এপ্রিল সন্ধ্যার দিকে কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউপিতে অবস্থিত চর শৌলমারী এলাকার একটি ভুট্টাক্ষেতে থাকা ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী জান্নাতীর হাত-পা ভাঙা অবস্থায় পড়ে থাকা মৃতদেহ উদ্ধার করে কালীগঞ্জ থানা পুলিশ। জান্নাতি ওই এলাকার ফজু মিয়ার মেয়ে।
এই আইনজীবী জানান, এর আগে বাড়িতে জান্নাতীকে একা পেয়ে তুলে নিয়ে পাশের ভুট্টাক্ষেতের নির্জন জায়গায় নিয়ে যান মদাতী ইউনিয়নের কাগজিটারী এলাকার বেলাল হোসেন -১৯- নামে এক যুবক । পরে বেলাল স্কুলছাত্রী জান্নাতীকে ধর্ষণ করার চেষ্টা করে ব্যর্থ হন । এরপর জান্নাতীর মুখের ভেতরে মাটি ঢুকিয়ে দিয়ে তাকে শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করেন। ঘটনা জানতে পেরে আসামীর বাড়িতে আগুন ধরিয়ে দেয় স্থানীয় জনগণ। এ ঘটনার পর পুলিশ আসামি বেলালকে আটক করলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
উল্লেখ্য, এই ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে নিহত জান্নাতীর এলাকাবাসী কালীগঞ্জ থানা ঘেরাও , ঢাকা - বুড়িমারী মহাসড়ক অবরোধসহ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। সে সময় জান্নাতীর মৃত্যু ও অন্যান্য ঘটনা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮