চঞ্চল,
লালমনিরহাট: সাংবাদিক হেলাল হোসেন কবিরকে শ্বাসরোধে হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি কুখ্যাত দাদন ব্যবসায়ী মোঃ সোহরাব হোসেনের (৫০) জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (১১ আগস্ট) দুপুরে লালমনিরহাট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের সিএসআই আব্দুল হাকিম জানান, সাংবাদিক হেলাল হোসেন কবিরের দায়ের করা মামলার প্রধান আসামি মোঃ সোহরাব হোসেনকে আদালতে হাজির করা হলে তার আইনজীবীর পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী তীব্র বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোঃ সামসুল আলম মিলন জানান, গত ৯ আগস্ট রাতে সাংবাদিক হেলাল হোসেন কবিরকে তার বাড়ির সামনে থেকে তুলে নিয়ে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা চালায় সোহরাব ও তার সহযোগীরা। এ সময় সাংবাদিককে বাঁচাতে গিয়ে তার মাও আহত হন এবং মা-ছেলে দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তিনি আরও বলেন, রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে আদালতে জোর দিয়ে বলা হয়েছে যে, একজন গুরুত্বপূর্ণ নাগরিক ও কলম সৈনিকের ওপর এ ধরনের হামলা একটি গুরুতর অপরাধ। যেহেতু ১১ জন আসামি মিলে এই হামলা চালিয়েছিল এবং তাতে একজন মাও আহত হয়েছেন, তাই আসামিকে জামিন দেওয়া হলে তা ন্যায়বিচারের পরিপন্থী হবে।
আইনজীবীর যুক্তি এবং সার্বিক বিষয় বিবেচনা করে বিজ্ঞ আদালত আসামি সোহরাব হোসেনের জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮