তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা স্টেশনপাড়া এলাকায় মহাসড়কে বালুভর্তি ট্রাক্টরের ধাক্কায় গুরুতর আহত হন ৬ বছর বয়সী শিশু আব্দুস সোবহান রাইহান। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে -রমেক- চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রবিবার “৯ মার্চ” দুপুরে বাউরা স্টেশনপাড়া এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ঘটা এই দুর্ঘটনায় গুরুতর আহত শিশু রাইহানের রবিবার বিকেলে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার।
নিহত শিশু রাইহান বাউরা ইউনিয়নের নবীনগর স্টেশনপাড়া এলাকার শরিফুল ইসলাম বাবুর দ্বিতীয় সন্তান। তিনি বাউরা খাদিমুল ইসলাম হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, দুপুরে মাদ্রাসা থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন শিশু রাইহান। সে সময় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে একটি বালুভর্তি ট্রাক্টরের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রমেকে রেফার করেন। পরে বিকেলে রমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রবিবার রাতে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা “ওসি” আশরাফুজ্জামান সরকার জানান, ট্রাক্টরের ধাক্কায় আহত শিশু রাইহানের চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার খবরটি তিনি পেয়েছেন। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এ বিষয়ে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮