তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে ৯ দিনব্যাপী “গরু মোটাতাজাকরণ” বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক “রুটিন দায়িত্ব” সরদার মোহাম্মদ কেরামত আলী।
৯ মার্চ “রবিবার” সকালে যুব ভবন মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বিআরডিবি লালমনিরহাটের বাস্তবায়নে এবং যুব উন্নয়ন অধিদপ্তরের যুব প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগিতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের "পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায় " প্রকল্পের সুবিধাভোগী সদস্যবৃন্দকে ক্ষুদ্র উদ্যোক্তায় পরিণত করাই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য। এক্ষেত্রে গ্রামীণ হতদরিদ্র পরিবারের সদস্যদেরকে অগ্রাধিকার দেয়া হয়। প্রশিক্ষণে মোট ৩০ জন সদস্য অংশগ্রহণ করছেন। তাদের মধ্যে ১৫ জন লালমনিরহাট সদর উপজেলার এবং ১৫ জন হাতীবান্ধা উপজেলার বাসিন্দা।
উদ্বোধন অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিআরডিবি, লালমনিরহাটের উপ-পরিচালক মোছা. নুরেলা আকতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, লালমনিরহাটের ডেপুটি কোঅর্ডিনেটর মোহাম্মদ মূরশেদুল করিম। আরও উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা প্রকল্প কর্মকর্তা মনোরঞ্জন কুমার দাস।
উল্লেখ্য, অনুষ্ঠানের প্রধান অতিথি ও পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক অনলাইন প্লাটফর্ম জুমের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮